লাকসাম প্রতিনিধিঃ
ঢাকা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত নবম সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় লাকসামের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট ও ক্যাটাগরিতে লাকসামের শিক্ষার্থীরা মোট ৮টি পদক (৩ স্বর্ণ, ৪ রৌপ্য ও ১ ব্রোঞ্জ) লাভ করে এলাকায় গৌরব বয়ে আনে।
এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লাকসামে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ উল্লাহ সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা আল-আমিন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী হীরাসহ উপজেলা কারাতে একাডেমীর কর্মকর্তা, সংগঠক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, লাকসামের শিক্ষার্থীরা খেলাধুলায়ও প্রতিনিয়ত সাফল্য দেখিয়ে দেশের সুনাম অর্জন করছে। এ অর্জন ভবিষ্যতে তরুণ প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া তাদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.