সেলিম চৌধুরী হীরাঃ
"পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম থানায় ওপেন হাউজ ডে ও আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান, এসআই হারুন রশীদসহ থানার অন্যান্য কর্মকর্তা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি শাহ আলম, লাকসাম উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্বতম সাহা বিশুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা তরুণ সমাজকে এসব অপকর্ম থেকে রক্ষায় পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে বিএনপি নেতা আবদুর রহমান বাদল তার বক্তব্যে বলেন, মাদক ও জুয়ার কারণে শুধু একজন নয়, পুরো পরিবার ও সমাজ ধ্বংসের মুখে পড়ে। এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া উচিত নয়, সে যেই দলের বা মতের অনুসারী হোক না কেন।
ওপেন হাউজ ডে’র উদ্দেশ্য তুলে ধরে পুলিশ কর্মকর্তারা জানান, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, জবাবদিহিতা নিশ্চিতকরণ, এবং পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সভায় নাগরিকরা থানায় এসে মামলা বা সাধারণ ডায়েরি করার সময় হয়রানি না হওয়ার দাবি জানান। এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে ওসি নাজনীন সুলতানা বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা জরুরি। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখলেই পুলিশকে অবহিত করার আহ্বান জানাই।
তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.