সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসাম উপজেলার সিংজোড় বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধনী ২০২৩) এর ধারা ৭(ক) অনুযায়ী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সিংজোড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি ফসলি জমি ও আশপাশের বসতবাড়ির জন্য ঝুঁকি তৈরি হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় একাধিক ব্যক্তি প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন৷ পাশাপাশি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে অনুমোদনহীনভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর এবং দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের এই অভিযান স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল৷
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.