কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনি
কুমিল্লার লাকসামে অটোমিশুক চুরি করে পালিয়ে যাওয়ার সময় মিশুকসহ হাতেনাতে আটক করা হয়।
শুক্রবার বেলা ১১ টায় লাকসাম উপজেলা নরপাটি উত্তরপাড়া থেকে অটোমিশুকসহ লাঙ্গলকোট বাঙ্গড্ডা গ্রামের আবুল কালামের ছেলে মহসিনকে গ্রেফতার করে লাকসাম থানায় নিয়ে আসেন লাকসাম থানার এসআই আবদুল লতিফ।
লাকসামে অটোরিকশা, অটোমিশুক ও মোটরসাইকেল চুরি দিনদিন বাড়তে থাকার পর আজ এই মিশুক চোর মহসিনকে গ্রেফতার করার পর সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন খান জানান, আসামীর বিরুদ্ধে ৪৫৭/৩৮০ মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.