সেদিন চৌধুরী হীরাঃ
লাকসাম পৌরসভার কোমারডোগা গ্রামে শুক্রবার গভির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোঃ আবুল হোসেন কন্ট্রাকটারের একটি বাড়ি পুড়ে গেছে।
আবুল কন্টাক্টরের অনুপস্থিতিতে কে বা কাহারা রাত অনুমান দুইটার দিকে ওই বাড়িতে অগ্নিসংযোগ করে দেয়।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই লাকসাম থানা পুলিশের সাব ইন্সপেক্টর নাজমুস সাকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
আবুল হোসেন কনট্রাকটর লাকসাম পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতির দায়িত্ব পালন করছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েক বছর আগেও আবুল কন্টাক্টরের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছিল। ৫ আগস্টের পরে তার বিল্ডিং ঘরের জানালা ভেঙে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এ বিষয়ে লাকসাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা ৫ এপ্রিল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.