মোশারফ হোসেন রামগড়
খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র সালিশ বৈঠকের পর সংঘর্ষে আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হয়।
স্থানীয় সূত্রে জানাযায় বৃহস্পতিবার গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এলাকায় সালিশ বৈঠক হয়, সবাই বৈঠকস্থল ত্যাগ করার পর এলাকার দোকানের সামনে দু'পক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে এতে মৃত আসলাম মিয়ার ছেলে আবুল কালাম সহ ৬ জন গুরুতর ভাবে আহত হয়। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি হলে আবুল কালাম সহ তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।
চমকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে আবুল কালাম মৃত্যু বরণ করে।
পুলিশ সুত্রে জানাযায় রামগড় পৌরসভার তৈচালাপাড়ার মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামে আরেক ব্যক্তির গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে গত রাত সাড়ে আটটার দিকে সামাজিক বিচার বসে। বিচারে বিষয়টি মীমাংসাও হয়। কিন্তু বিচার শেষে রাত ৯টার দিকে ২ পক্ষের লোকজনের মধ্যে বির্তক সৃষ্টি হয় এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় যা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত অন্যান্য ব্যাক্তিরা সবাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.