মোশারফ হোসেন রামগড়
পাহাড় থেকে সমতলে পাচার কালে দেশীয় ১০ লিটার চোলাই মদ মো: রিপন নামে একজন কে আটক করেছে রামগড় থানার পুলিশ।
৭ এপ্রিল সকাল ১০.৩০ টার দিকে রামগড় থানার গেইটের কাছাকাছি আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মদসহ তাকে আটক করা হয়েছে। মদ পাচারকারী রিপন রামগড় শহরের ডেবারপাড় এলাকার কেপায়েত উল্যার ছেলে।
সর্বশেষ রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২(৭/৪/২০২৫) নং মামলা করে তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.