খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় ফসলি জমির মাটি কেটে এবং বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোঃ সামছুল হক (৪৫) নামে একজনকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে“ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযুক্ত সামছুল হকের পিতার নাম জয়নাল আবদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।
জানা যায়, সামছুল হক বলিটিলা এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। এতে ওই এলাকার পরিবেশ, কৃষিজমি ও প্রতিবেশে বিরূপ প্রভাব পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনেন।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাবাসীকে জমির যথাযথ ব্যবহার এবং পরিবেশ সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.