জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবাসহ জহিরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানাযায়, মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা পৌঁনে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মো. আহাম্মদ আলী শেখ এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৪৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত যুবক- কালুখালী উপজেলার মাজবাড়ী এলাকার মো. তরিকুল ইসলাম এর ছেলে মো. জহিরুল ইসলাম (২৮)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। তিনি আরও জানান, আটককৃত যুবক মো. জহিরুল ইসলাম এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.