জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক শিশু ও বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত শিশু ও বৃদ্ধা- দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনছার মেম্বারের পাড়া এলাকার মো. ঠান্ডু মোল্লার মা আছিয়া বেগম ওরফে বরু (৯০) ও তার নাতনি তাসমিয়া আক্তার (৭)। তাসমিয়ার বাবার নাম মো. রমজান মোল্লা। সে গোয়ালন্দ লোটাস কলেজ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
অগ্নিকান্ডের ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার সাবেকুল ইসলাম।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ও আগুনের ভয়াবহতা দ্রুত বেড়ে যায়। ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় মারাত্মক দগ্ধ হয়ে মারা যায় আছিয়া বেগম ওরফে বরু বেগম ও শিশু তাসমিয়া । খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি খবর পেয়ে তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে লাশ দাফনের জন্য নিহতের পরিবারকে ব্যাক্তিগতভাবে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন। তাদের প্রয়োজনীয় আরো সহযোগিতা করার জন্য জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.