রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী সাজিদ মন্ডল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মো. শাকিল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৩জুন) বেলা সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। খেলার সময় বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তার বাবা মাঠে কাজ করছিল ও তার মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় শিশুটির খোঁজ নিতে পারেনি। তাকে বাড়িতে না দেখে বাড়ীর লোকজন তাকে খুঁজতে থাকে। তার চাচা আকিদুল মন্ডল হঠাৎ বাড়ীর পাশের পুকুরে ভাসতে দেখে। দ্রæত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্য হয়েছিল। যে কারনে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.