জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার আলাদী পুর থেকে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় ফোর্স সহ জেলার সদর উপজেলার আলাদীপুর গ্রাম এলাকার জুটমিল সংলগ্ন জনৈক মো. ফজলু ডাক্তার এর বসত বাড়ীর সামনে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের উপর হতে ৪ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রাম এলাকার মোসার উদ্দিনের ছেলে মো. আহাদ আলী (৪৫) ও একই উপজেলার মথুরাপুর এলাকার সাহাজুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (২১)।
রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.