রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)। তারা দুজনই বন্ধু।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় গোসল করতে যান দুই বন্ধু মুহিত ও ইনাম। এসময় তারা গোসল করতে নেমে পানিতে ডুবে যান। দুজনক সাতার জানতো না৷ পরে কাপ্তাই হ্রদের পানিতে একজনের দেহ ভেসে উঠে। এসমউ স্থানীয়রা তাদের উদ্ধার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা দুজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, হাসপাতালে আনার পর পাড়া-প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দুইজনই মারা গেছে। অনেক দেরিতে নিয়ে এসেছে।
নিহত মাহিদুর রহমান মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, পানিতে ডুবে তাদের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মুহিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.