একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
রবিবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি বিভাগীয় বন কর্মকর্তা সালে মোহাম্মদ সোয়াইব খান, বিভাগীয় বন কর্মকর্তা ইউ এস এ বন বিভাগ আ ন ম আব্দুল ওয়াদুদ, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ পদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এর আগে একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এই প্রতিপাদ্য রাঙ্গামাটি জেলা বন সংরক্ষণের কার্যালয় থেকে বিশ্ব পরিবেশ দিবসের র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে শতাধিক শিক্ষার্থীর মাঝে দুইটি করে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.