রাঙ্গামাটি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গবন্ধু মাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালক দলে কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রাঙ্গামাটি সদর কে হারিয়ে জয় পায় এবং বালিকা দলে হাজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার ২০ টি দল অংশ গ্রহণ করছে। আগামী ১৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.