রাঙ্গামাটি সংবাদদাতাঃ
রাঙ্গামাটিতে বৃষ্টি এবং করোনা ভাইরাসের ৪র্থধাপ মোকাবেলায় মসজিদে মসজিদে এবার পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও ৯টায় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ। এছাড়া সকাল পৌনে ৮টায় বনরূপা জামে মসজিদ, সকাল ৮টায় কালেক্টর জামে মসজিদ ও সকাল ৮টায় রিজার্ভ বাজার জামে মসজিদে সহ রাঙ্গামাটির বিভিন্ন জুমা মসজিদ ও উপজেলার মসজিদ গুলোতে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
রাঙ্গামাটি জেলা প্রশাসক তবলছড়ি কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে ঈদের জামাতে অংশ নেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মহসিন রোমান সহ রাঙ্গামাটির গন্যমান্য মুসল্লীগণ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আয় করেন। মসজিদ গুলোতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন জুমা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনা সংক্রামনের কারণে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবার রাঙ্গামাটি সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পরে পশু কোরবানীর মধ্যে দিয়ে মহান সৃষ্টি কর্তা আল্লাহর সন্তুষ্টী লাভের আশায় গরু, ছাগল, মহিস কোরবানী করেন। কোরবানীর মাংস বিভিন্ন দরিদ্রদের ভাগ দেন এবং আত্মীয় স্বজনের বাড়ীতে নিয়ে যেতে দেখা হেছে। এছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অন্যের বাড়ীতে গিয়ে কোরবানীর খেতে দেখা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.