বুধবার (২৫ মে)রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মতবিনিময়সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সতিন্দ্র নাথ রায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা, জেলা কৃষি বিভাগের উপপরিচালক তপন কুমার পাল, জনস্বাস্থ্য প্রকৌশলী নির্বাহী কর্মকর্তা অনুপম দেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন৷
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, একসময় পার্বত্য চট্টগ্রামে কিছুই ছিলনা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়সহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নসহ প্রতিটি সেক্টরে সরকার উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি পার্বত্য এলাকার সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানগণকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.