সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বনরুপা ইসকন মন্দির থেকে এই উল্টো রথযাত্রা শুরু হয়ে রাঙাপানি এলাকায় রাধা রাস বিহারী মন্দিরে গিয়ে শেষ হয়।
রথের রশি টেনে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রথযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
হিন্দু ধর্মালম্বীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রথের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতা এই তিন দেবতাকে পুরীর গুণ্ডিচা মন্দিরে জগন্নাথদেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় মহা ধুমধামে। আবার ৯দিন পর গুণ্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয়, তাই এই যাত্রাকে উল্টো রথ বা ফিরতি রথ হিসেবে সমাদৃত।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.