রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি
রাউজান থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কা পদপ্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন পৌর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। তিনি গত তিন দিনে ১৪টি উঠান বৈঠক করেন নৌকার সমর্থনে। বুধবার আইল খীল,খামার টিলায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, রাউজানে ফজলে করিম চৌধুরীকে আমাদের প্রয়োজনে বার বার দরকার। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে পঞ্চমবার সংসদ সদস্য নির্বাচিত করে রাউজানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে ।পৌর ৯ নম্বর ছাত্রলীগের সভাপতি আরমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুছা কোম্পানি, শফিউল আলম, ইউনুছ কোম্পানি, এড.শাহেদুল্লাহ্ জনি মিজানুর রহমান, সেলিম উদ্দিন, রফিক উদ্দিন, দেবজিৎ, দেলোয়ার প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.