নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে রিসালাত, ইয়া রাসূলাল্লাহ (দ.) ফিদাকা ইয়া রাসূলাল্লাহ (দ.), ফিদাকা ইয়া রাসূলাল্লাহ (দ.) ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী এর উদ্যোগে রাসূলে পাক (দ.) ও হজরত মা আয়েশা সিদ্দিকা (রা.) সম্পর্কে ভারতের নূপুর শর্মা ও দিল্লীর মিডিয়া প্রধান নবীন জিন্দালের চরম অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে 'প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন' অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারী এর সভাপতি আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন আওলাদে খলিফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী, আলেম ওলামাবৃন্দ এবং সর্বস্তরের আশেকে রাসূলবৃন্দ।
সমাবেশে রাসূলে পাক (দ.) সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.