যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের পর ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া দুই আকাশজানের কেউ বেঁচে নেই বলে বলে মনে করছে জরুরি কর্মীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন।
ফায়ার এবং ইএমএস প্রধান জন ডনেলি বলেছেন, নিহতদের দেহাবশেষ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি না যে এই দুর্ঘটনার পর কেউ বেঁচে আছে। আমরা এখন পর্যন্ত বিমান থেকে ২৭ জন এবং হেলিকপ্টার থেকে একজনের লাশ উদ্ধার করেছি।
ডোনেলি বলেন, নদীতে অত্যন্ত শীতল পরিস্থিতিতে কাজ চলছে। প্রচণ্ড বাতাস, পানিতে বরফ। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে।
ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে দুই ভাগ হয়ে যায়। আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.