যশোর পৌর বাসী সহ সমগ্র যশোর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যশোর পৌর ছাত্রলীগ এর আহবায়ক মেহেদী হাসান রনি
যশোর পৌর বাসী তথা সমগ্র যশোর বাসীর প্রতি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যশোর পৌর ছাত্রলীগ এর আহবায়ক মেহেদী হাসান রনি।
ঈদুল আযহা উপলক্ষ্যে গণমাধ্যমকে দেয়া এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান, যশোর পৌর বাসী তথা সমগ্র যশোরের সর্বস্তরের সকলকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার আগাম অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তার পাশাপাশি আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য। পশু কোরবাণীর মাধ্যমে প্রত্যেকের মনে ত্যাগের মানসিকতা জাগ্রত হবে এবং পশুত্ব বিলীন হবে বলে আশা রাখছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। ঈদের পবিত্রতা ও ত্যাগের মহিমা ছড়িয়ে যাক সকলের প্রাণে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.