স্টাফ রিপোর্টার
কুমিল্লার লাকসাম উপজেলার ২নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক জননেতা আবুল কালাম।
উঠান বৈঠকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে নারী সমাজকে মাঠে নামতে হবে।
স্থানীয় মহিলাদলের নেত্রীবৃন্দ ছাড়াও এলাকার নারী ভোটার ও সাধারণ জনগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে আবুল কালাম মহিলাদলের নেত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নারীরাই পরিবর্তনের মূল চালিকা শক্তি—তাদের ঐক্য ও অংশগ্রহণই আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.