মিউজিক ভিডিওতে আর নায়কের ভূমিকায় দেখা যাবে না দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে। সম্প্রতি তিনি এমন ঘোষণাই দিয়েছেন। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে আসিফ লিখেছেন, ‘মিউজিক ভিডিওর কাজের শেষ পর্ব ছিল গতকাল। হয়তো আর কখনও দেখা যাবে না আমায় নায়কের ভূমিকায়।
গল্পভিত্তিক মিউজিক ভিডিওর কাজ আপাতত শেষ। এ বছরের প্রথম এবং শেষ কাজ হয়ে গেল সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায়। বেকার হয়ে যাওয়ার ঝুঁকি মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার সঙ্গে ক্ষতিগ্রস্ত হবেন কেউ কেউ। তবুও বয়স আমার, সিদ্ধান্ত আমার ফরমুলায় আছি এখনও।’ এমন সিদ্ধান্তের বিষয়ে যুগান্তরকে আসিফ বলেন, ‘সিদ্ধান্ত আগেই নেয়া ছিল।
বলেছিলাম এ বছরের শুরুতেই, বছর শেষ করে মিউজিক ভিডিওকে বিদায় জানাব। অনেক কাজের পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাস সব এলোমেলো করে দিল। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। নিজের জন্য সময় দরকার। তাই ভিডিওকে বিদায় জানাচ্ছি। স্টুডিওভিত্তিক কিছু কাজে হয়তো দেখা যেতে পারে। তবে নায়কের ভূমিকায় গল্পের ইতি টানছি এখানেই।’
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.