মোঃ হেদায়েতুল ইসলামঃ
মা মানে অতি ত্যাগী যার তুলনা নাই,
মা মানে দুঃখ সুখে যাকে কাছে পাই।
শক্তি সাহস যোগাতে মার তুলনা নাই,
গর্ভে ধারণ করে মা কোলে দেয় ঠাঁই।
মা হলো স্রষ্টার এক অলৌকিক দান,
বুকের ধন এর জন্য মা বিলিয়ে দেয় প্রাণ।
এই পৃথিবীর সেরা হল মায়ের ভালোবাসা,
সন্তানের জন্য মায়ের হৃদয় স্নেহ মমতায় ঠাসা।
মা বলে তোমার জন্য রইল দোয়া আমার,
বিজয় নিশান না উড়িয়ে দরকার নেই থামার।
মা বলে তুমি পারবে করোনা তো ভয়,
মা বলে একদিন তুমি ঠিকই করবে বিশ্বজয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.