হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার র্যাংক ব্যাজ পরালেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত জামালপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এসময় জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপা মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় সহ ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়।
তিনি ২৮ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.