নাটোর প্রতিনিধি ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মানব কল্যানেই প্রকৃত ধর্ম। শান্তি আর সমৃদ্ধি। সাফল্যের শিখরে যখন কেউ যায় তখন শিকর কে ভুলে যায়। কিন্তু ডাক্তার শান্তনু নিজের শিকড়কে ভুলেনি। আমাদের সন্তানরা যেনো আদর্শ মানুষ হয়ে গড়ে উঠে।
সকল শ্রেনী পেশার মানুষকে সেবা করা যায়। অর্থ বিত্ত থাকলেই হবে না, মানুষকে ভালোবাসতে হবে। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। আপনারা আমাকে বারবার জনসেবার সুযোগ করে দিয়েছেন। আগামীতে ও যদি আমরা ক্ষমতায় আছি, জননেত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করে তাহলে সিংড়ার অসমাপ্ত কাজ সমাধা করবো।
শনিবার সকাল ৯ টায় নাটোরের সিংড়া পৌর এলাকার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উল্লেখ্য: সকাল ৭ টা থেকে দিনব্যাপী ৩ হাজার রোগীদের ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরন করা হয়। ১৪ জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.