লাকসাম প্রতিনিধি :
কুমিল্লা লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাটবাড়িয়া (পশ্চিম চাঁদপুর) বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম (১৯) দুইটি কিডনির অকার্যকর (নষ্ট) হয়ে পড়েছে।
বর্তমান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের- ৯০১ নম্বর ওয়ার্ডে বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চিকিৎসাধীব রয়েছে। কয়েকদিন পরপরই তাঁর কিডনি ডায়ালাইসিস করতে হয়। তার দিনমজুর বাবার পক্ষে ব্যায়ভার বহন করা সম্ভব হচ্ছে না। মনিরুলকে বাঁচাতে দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ৭লক্ষ্য টাকা ব্যয় হবে জানিয়েছেন তার চিকিৎসক। মনিরুলের অসহায়-সম্বলহীন এই পরিবারের পক্ষে এই টাকা জোগান সম্ভব হচ্ছে না। এর আগে মনিরুলের চিকিৎসার জন্য ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। এ অবস্থায় তাঁর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের আবেদন করছেন অসহায় পরিবারটি।
সাহায্য পাঠানোর ঠিকানা:
মোঃ নজরুল ইসলাম মোবাইল- 01866709423
বিকাশ-01859774222
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.