জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রির টাকাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক কারবারি হলো, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাপুর এলাকার মৃত পরিমল ভাদুড়ীর ছেলে প্রদ্যুৎ কুমার ভাদুড়ী ওরফে বাপ্পি।
শনিবার (০৮ অক্টোবর) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম শনিবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ১শ পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রির চৌদ্দ হাজার ৫শ টাকাসহ কালুখালীর কালিকাপুর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কালুখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.