গোলাম রাব্বানী, নওগাঁ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
আজ বুধবার (৮জুন) দুপুরে মাতাজী রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাখাওয়াত হোসেন (৩০) গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রাজশাহী যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
নিহত সাখাওয়াত হোসেন হাতুড় গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে ও গাহলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.