মিতা হোসাইনঃ
আকাশ‚ বাতাস‚ পাহাড়-
সমুদ্র জলের গান..
নদীর ঢেউ গাইছে কার;
লুকোনো অভিমান!
তোমার আমার চোখে..
বোবা চিলের ডানার ঘ্রাণ‚
স্বপ্ন ছাড়া আমাদের তো..
কেউ দেয়নি পরিত্রাণ;
ভালোবাসতে গিয়ে-
পিছলে গেল পা- কার‚ কখন;
আমাদের তবু....
আকাশের মতো হোক মন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.