মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি" এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেলায় সাধারণ মানুষকে সহজে ভূমি সেবা দেয়ার জন্য মেলায় নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল, ভূমি উন্নয়ন কর সেবা স্টল নামে চারটি স্টল উদ্বোধন করা হয়। ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যেন সহজে ভূমি সেবা পান তার জন্য আজকের এই মেলা। মেলায় উপস্থিত থেকে কেউ নামজারি এবং কর পরিশোধ করতে চাইলে তিনি সহজে তা করতে পারবেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুবদল নেতা হাসান পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেলা আগামী ২৭ মে মঙ্গলবার পর্যন্ত চলবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.