মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন' স্লোগানে মনোহরগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এছাড়া আরো বক্তব্য রাখেন উপ স্বাস্থ্য সহকারী
নাসির উদ্দীন, হালিমা আক্তার, ইউনিয়ন পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল, কামরুন্নাহার পরীসহ বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেরা মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মীদের উদ্দেশে আপনাদের অক্লান্ত পরিশ্রমে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য মায়েদের সাথে কথা বলবেন যেন তারা সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.