আজ (৫ সেপ্টেম্বর) জাকের পার্টির উদ্যোগ বিপুলাসার ইউনিয়ন জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মনোহরগন্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল হাসেম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দঃজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক নুরে আলম মানিক, ষুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, আইনজীবী ফ্রন্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডঃটিপু সুলতান, যুব হিন্দু ভক্তফ্রন্টের দঃ জেলা সভাপতি লিটন চন্দ ভৌমিক।
এসময় আরো উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা ৬নং ওয়ার্ড সভাপতি ইমান আলি উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সামিম। আঃ কাদের আঃ মালেক ও অন্যান্ন নেতৃবৃন্দ। হাফেজ মাওলানা আঃ কাদের সাহেব দেশও জাতির কল্যান কামনা করে মোনাজাত প্রদান করেন এবং জাতির এ ক্লান্তি লগ্নে সকল মানুষকে জাকের পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মোনাজাত শেষে বিপুলাসার বাজারে রেলি করা হয় রেলিশেষে তাবারক বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.