যশোর সংবাদদাতাঃ
যশোরের বেনাপোল স্থল বন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ ওষুধসহ অবৈধ পণ্য উদ্ধার হয়েছে। বুধবার গভীর রাতে টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এগুলো উদ্ধার হয়। তবে চোরাচালানীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্ক্যানিং মেশিনের সামনে থাকা একটি ভারতীয় ট্রাকে তল্লাশী করে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, নিষিদ্ধ ওষুধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। চোরাচালানীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান এই পুলিশ কর্মকর্তা।
০১৭১৭১২৭৭১৬
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.