যশোর সংবাদদাতাঃ
বেনাপোলের পুটখালি সীমান্তে চিতা বাঘের মতো একটি প্রাণী দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় বাঘটি প্রাণ বাঁচাতে একটি বড় গাছে উঠে জীবন রক্ষা করে। পরে স্থানীয় লোকজন বন বিভাগে খবর দিলে সেখান থেকে বন বিভাগের বণ্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা এসে দেখেন এটা চিতা বাঘ নয় মেছো বিড়াল। দেখতে বড়সড় চিতা বাঘের মত। পরে প্রাণীটিকে উদ্ধার করে অবমুক্ত করে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে বেনাপোলের পুটখালি সীমান্তে।
এলাকার লোকজন জানান, ভারতের ইছামতি নদী পার হয়ে সকালে চিতা বাঘের মতো দেখতে এই প্রাণীটি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। পরে গ্রামের লোকজনের ধাওয়ায় প্রাণীটি প্রাণ বাঁচাতে একটি বড় গাছে উঠে জীবন রক্ষা করে। প্রাণীিটি একনজর দেখতে গাছের নিচে ভীড় করে এলাকার ছোট বড় সব শ্রেণির মানুষ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.