শহিদুল ইসলাম, প্রতিবেদক
মানবিক কাজে এক অনন্য নজির স্থাপণ করে যাচ্ছেন ড. ওয়ালী তাসার উদ্দিন এমবিই,ডিবিএ,জেপি,এফআরএসএ এবং সভাপতি,ইবিএফসিআই, একজন ব্রিটেনের একজন নামকরা ব্যবসায়ী, সমাজসেবী এবং কমিউনিটি নেতা, কয়েক দশক ধরে তিনি তার বর্ন্যাঢ্য কর্মজীবন গড়ে তুলেছেন। ১৯৫২ সালে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণকারী ড. উদ্দিন ১৯৬৭ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং তিনি তাকে সমজে প্রতিষ্ঠিত করতে নানাবিদ প্রচেষ্টা শুরু করেন। যার ফলে তিনি হয়ে উঠেন কমিউনিটির একজন সফল কর্পোরেট লিডার, উদ্যোক্তা,ব্যবসায়ী ও সমাজ সেবক।
ড. উদ্দিনের তিক্ষ বুদ্ধিমত্তা ব্রিটেনের রেস্তোরাঁ শিল্পে সাড়া ফেলে। বারান্দা, ল্যান্সার্স এবং ব্রিটানিয়া স্পাইসের মতো বিখ্যাত প্রতিষ্ঠান তিনি প্রতিষ্টা করেন এবং একজন গর্ভিত মালিক হিসেবে তিনি ধারাবাহিকভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এবং প্রতিটি ক্ষেত্রে তিনি তার সফলতার পাল্লা ভারি করে যাচ্ছেন। কারী শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখায় তার রেস্তোরাঁগুলি অসংখ্য পুরষ্কার এবং প্রশংসা অর্জন করেছে । আর এতে করে এই শিল্পে ড. উদ্দিনকে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে তার খ্যাতি আরও দৃঢ় করেছে।
ব্যবসায়িক পরিচালনার বাইরেও, ড. উদ্দিন জনহিতকর কাজ এবং সমাজসেবার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্যোগ, ত্রাণ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দাতব্য কাজের জন্য তহবিল সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদান, তাঁর নিজস্ব উদ্যোগ এবং মাঠ পর্যায়ে কাজ করা সংস্থাগুলির প্রতি তাঁর সমর্থনের মাধ্যমে, অসংখ্য মানুষের জীবনে তার সমাজ সেবামূলক উদ্যোগ তাকে দেশে বিদেশে আলাদা মর্যাদার আসনে নিয়ে গেছে।
ডঃ উদ্দিন যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করতে এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই), বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অফ কমার্স এবং স্কটল্যান্ডে বাংলাদেশী কাউন্সিল সহ অসংখ্য কমিউনিটি সংগঠনের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. উদ্দিনের অসামান্য কৃতিত্ব অসংখ্য মর্যাদাপূর্ণ পুরষ্কার এবং সম্মাননার মাধ্যমে ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে। তিনি কুইন মার্গারেট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট এবং হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লেটারসসহ একাধিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। জাতিগত সম্পর্ক উন্নয়নে তাঁর নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ, তাঁকে ব্রিটিশ সাম্রাজ্যের সদস্য (এমবিই) উপাধিতে ভূষিত করা হয়েছে। এছাড়াও, তিনি দ্বিতীয়বারের মতো (জুলাই ২০২৫) স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল-জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। রেস্তোরাঁ শিল্পে তাঁর উল্লেখযোগ্য অবদান এবং সমাজসেবার প্রতি তাঁর দীর্ঘস্থায়ী অঙ্গীকারের জন্যও ড. উদ্দিন আলাদা সম্মানে অধিষ্ঠিত হয়েছেন।
ড. ওয়ালী তাসার উদ্দিনের শ্রেষ্ঠত্ব, জনহিতকর কাজ এবং কমিউনিটিতে নেতৃত্বের প্রতি তাঁর অটল অঙ্গীকার তাকে যুক্তরাজ্য এবং বাংলাদেশ উভয় দেশেই একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। একজন দূরদর্শী নেতা হিসেবে, তিনি অন্যদের অনুপ্রাণিত করে চলেছেন। তার এই কর্মকান্ড ব্রিটিশ ও বাংলাদেশী উভয় জাতির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.