হাজী কাজী নজরুল ইসলামঃ
উপরের আকাশ সকালের দিকে
কালো মেঘেঢাকা।
ঝরেছে বৃষ্টি মিট মিট লোকালয়ে
রোড ঘাট রয়েছে ফাঁকা।
অলসে আসিয়া ঝাঁকিয়া বসেছে
ঈদের পরের দিবসে।
হাট বন্ধ, বাজারে মানুষ নেই
ছুটোছুটিতে কি মন বসে?
শীতল আবহাওয়া বিশ্রাম মনে চাহে
তাইতে চিৎপটাং।
চা পানে তৃপ্ত, পানে নিয়ে এক কাপ
হৃদয়ে গাহে বরষার গান।
বরষা বারে পাতা নড়েচড়ে-------
এমন দিনে তুমি নাই।
সেদিন চলে গেলে, কার যেন হাত ধরে
গগনে রবি নাই।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.