সেলিম চৌধুরী হীরাঃ
বিপুল্লাসর-লাকসাম-ঢাকা রুটে তায়েফ এয়ারকন এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দোয়া মাহফিল ও ফিতা কাটার মাধ্যমে এ যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন করেন, বিশিষ্ট ইসলামীক বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম মনির।
তায়েফ এয়ারকনের কর্মকর্তারা জানান, এ অঞ্চলের যাত্রীদের সেবার বিষয়টি মাথায় রেখে বাসটি মনোহরগঞ্জের বিপুলাসার, নাথেরপেটুয়া, লাকসাম বাইপাস, জংশন বুথসহ কুমিল্লা ক্যান্টনমেন্ট ও ঢাকার আরামবাগে সরাসরি যাতায়াত করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪শ' টাকা। এ বাসে যাতায়াতকারী যাত্রীদের জন্য নামাজের বিরতিসহ নিরাপদে আরামদায়ক ভ্রমণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
লাকসাম বাইপাস কার্যালয়ে তায়েফ এয়ারকনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আলমগীর হোসেন, জসিম উদ্দিন, সোহেল মাহমুদ, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, আবু বকর জাহিদ, সাইফুল ইসলাম শিপন, শাখাওয়াত হোসেন দুলাল, মোঃ মোতালেব হোসেন, মোঃ দিদারুল ইসলামসহ অন্যান্য পরিচালক ও লাকসামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.