মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচন বরগুনার বামনা উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ সোমবার ১৩ মে২০২৪ তারিখ সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে, প্রার্থীদের মাঝে এ প্রতিক বরাদ্দ দেওয়া হয়।
* উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা যে প্রতীক পেলেন;
১. মো. সাইতুল ইসলাম লিটু মৃধা- ঘোড়া মার্কা।
২.সৈয়দ মানজুরুর রব মূর্তযা আহসান- দোয়াত-কলম মার্কা।
৩. মো. মিজানুর রহমান মিজান- আনারস মার্কা
* ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা যে প্রতিক পেলেন;
১.মোঃ আল আমিন হাওলাদার, তালা
২. শাহাদাৎ হোসেন রাজু জোমাদ্দার, মাইক মার্কা
৩.জাকারিয়া হোসেন মহারাজ উরজাহাজ
৪.সরোয়ার হোসেন, চশমা মার্কা
৫.গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, টিউবওয়েল মার্কা
৬.মোঃ আলমগীর হোসেন, বই মার্কা
৭. মোঃ আলতাফ হোসেন হাওলাদার, টিয়াপাখি মার্কা
* মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা যে প্রতিক পেলেন ;
১.নাজমুন নাহার নাজু, কলস মার্কা
২.মাজেদা আক্তার ডলি, ফুটবল মার্কা
৩.রুমি খানম, হাসঁ মার্কা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.