মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে (সাবেক বিডিআর) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও জানাজা নামাজ শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সালাম মোল্লা, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন গত মঙ্গলবার স্ট্রোক করেন। এরপর তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ হয়ে গতকাল সকালে বাড়ি ফেরেন। রাতে হঠাৎ অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি এক স্ত্রী, নয় পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
উল্লেখ্য, এ মুক্তিযোদ্ধা স্বাধীনতার পরে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআরে (বর্তমানে বিজিবি) যোগ দেন। পরে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যান।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.