মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বরগুনার বামনা উপজেলাধীন বুকাবুনিয়া ইউনিয়নের বড়যাদবপুরা গ্রামের মাতুব্বর বাড়ির আফজাল মাতুব্বরের স্ত্রী বেবী বেগম (৪০) বিষধর সাপের ছোবলে আজ (২৪/০৬/২০২৪) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলের মা বেবী আজ অপরাহ্নে স্বামীর খাবার দেয়ার উদ্দেশ্যে মিটসেফ থেকে প্লেইট বের করার জন্য হাত ঢুকালে ভিতরে থাকা সাপ তাকে ছোবল দেয়। তার হাতে দুটো দাঁতের চিহ্ন রয়েছে। চন্দ্রবোড়া না অন্যকোন জাতের সাপ তা নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.