বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপোজেলার ০৩ নং রামনা ইউনিয়নের খোলপটুয়া গ্রামে ধানের খেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিরন নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।
গতকাল রোববার ০৫ নভেম্বর ২০২৩ ইং তারিখ দুপুরের দিকে বরগুনার বামনা উপজেলার ০৩ নং রামনা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কিরন (২৮) নামের এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায় কিরন বামনার পোটকাখালি ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
তিনি দীর্ঘদিন যাবত খোলপটুয়ায় বসবাস করত। শশুর বাড়িতে থাকত এবং খোলপটুয়া বাজারে ফার্নিচারের কাজ করে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.