বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরগুনার বামনা উপজেলা কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত রেলওয়ে ষ্টেশন কর্মকর্তা রমেশ চন্দ্র হাওলাদার(৭৫) হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে রবিবার সকাল ৮:০০ টায় নিজ বাড়ীতে পরোলোক গমন করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকালে তার মরদেহ অন্তেষ্টিক্রীয়া শেষে পারিবারিক শ্বশানে সমাহিত করা হয়েছে।
এতে বামনার বিভিন্ন মহলের লোকজন শোক প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.