মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় প্লাস্টিক পলিথিন দূষন প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন সমাবেশ গতকাল বুধবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।
বামনার হলতা ডৌয়াতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এনজিও রুপান্তর ও সুন্দরবন রক্ষা প্রকল্প কর্তৃক আয়োজিত এ দূষণ প্রতিরোধ ক্যাম্পেইন সমাবেশে স্কুল সভাপতি ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, বামনা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, রুপান্তর আস্থা প্রকল্পের জেলা সম্বনায়নকারী মো: খলিলুর রহমান,ইকো রুপান্তর সুন্দরবন প্রকল্পের জেলা সম্বন্বয়কারী অনুপ রায় প্রমুখ।
এ ক্যাম্পেইন সমাবেশে অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকমন্ডলী,অভিবাভকসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও এ সচেতনামূলক ক্যাম্পেইন সমাবেশে প্লাষ্টিক পলিথিন বর্জ্য সম্পর্কিত ছাত্রী ও ছাত্ররা কুইজ প্রতিযোগীতা, জারিগান,বিভিন্ন ইভেন্টের উপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। পরে এসকল শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.