বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের বানারীপাড়ায় সর্পদংশনের প্রাথমিক চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিআইপিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক একেএম ফজলুর রহমান। রিসার্স অ্যাসিস্ট্যান্ট কেয়ার প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ.জলিল,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক কল্লোল সরকার ও মাওলানা আ.কাইয়ুম,মাদরাসার সহকারি শিক্ষক মো.জহিরুল ইসলাম,এবতেদায়ী শাখার জুনিয়র মৌলভী মো. আবু সালেহ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.