রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় মাইজভান্ডারীর বার্ষিক ওয়াজ ও দুরুদ (দঃ) জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর শহরের লাহারী বাড়িতে অনুষ্ঠিত এ ওয়াজ ও জিকির মাহফিলে প্রধান অতিথির বয়ানে আওলাদে রাসুল শাহ্ সুফি হযরত মাওলানা আলহাজ¦ সৈয়দ সহিদউদ্দিন আহম্মদ আল হাসাইনি ওয়াল হোসাইনি মাইজভান্ডারী ( মাঃ জিঃ আঃ) সবাইকে আল্লাহ ও রাসুলের পথে আসার আহবান জানিয়ে বলেছেন ইহকাল ও পরকালের সুখ-শান্তির জন্য সমাজ ও পরিবারে নামাজ কায়েমের বিকল্প নেই। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আশেকানে গাউছিয়া মঈনিয়া-সহিদিয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ হোসেন সোহেল,মাওলানা চান মিয়া প্রমুখ। গাউছিয়া মঈনিয়া-সহিদিয়া মাইজভান্ডারিয়ার বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার মাহফিলে সভাপতিত্ব করেন।
এসময় বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস,ব্যবসায়ী রেজাউল ইসলাম লাহারী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে এর আগে শনিবার বিকালে প্রধান অতিথি লাহারী বাড়িতে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
###
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.