রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরদার (৭৬) আর নেই। রোববার (১২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টায় পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি গ্রামে মেয়ে জামাতার বাড়িতে শ^াসকষ্টজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না...রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরদার গ্রামীণ ব্যাংকের সাভারের শোভাপুর শাখা ম্যানেজার মো. খাইরুল ইসলাম বাদলের বাবা ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক মো. সজিবের মামা। সোমবার (১৩ জানুয়ারী) বাদ আসর বিশারকান্দি ইউবিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ৭ নম্বর ওয়ার্ডের উমারেরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে রার্ষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান,স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরদারের মৃত্যুতে বিভিন্ন বানারীপাড়ার রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.