রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. হান্নান ভান্ডারী শুক্রবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ^াসকষ্ট জনিত রোগে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্রসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ডা.অন্তরা হালদার,ওসি মো. মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে তাঁর মৃত্যুতে বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,প্রেসক্লাব,বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.