রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। সকালে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠি বধ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম,উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.